bengali theatre actor Shyamal ghosh passes away

নাট্য ব্যক্তিত্ব শ্যামল ঘোষের জীবনাবসান

নাট্য ব্যক্তিত্ব শ্যামল ঘোষের জীবনাবসান। গতকাল কলকাতার এক এস কে এক হাসপাতালে জীবনাবসান হয় তাঁর। গত বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছুলেন তিনি। মৃত্যু কালে বয়স হয়েছিল ৭৯ বছর।

বৃহস্পতিবার শ্বাসকষ্ট নিয়ে এস এস কে এম হাসপাতালে ভর্তী করা হয় তাঁকে।

First Published: Saturday, December 28, 2013, 13:07


comments powered by Disqus