বাঙালির অন্নপূর্ণা জয়

বাঙালির অন্নপূর্ণা জয়

বাঙালির অন্নপূর্ণা জয়এভারেস্ট ও কাঞ্চনজঙ্ঘার পর এবার অন্নপূর্ণা-১ শৃঙ্গ জয় করলেন দুই বাঙালি পর্বতারোহী দেবাশিস বিশ্বাস ও বসন্ত সিংহরায়। গত ২ এপ্রিল তাঁরা অন্নপূর্ণা-১ শৃঙ্গের উদ্দেশে রওনা দেন।

শুক্রবার সকাল ১০টা নাগাদ তাঁরা ওই শৃঙ্গের শীর্ষে পৌঁছন। অন্নপূর্ণা-১ শৃঙ্গের উচ্চতা ৮,০৯১ মিটার। দেবাশিস বিশ্বাস ও বসন্ত সিংহরায়ই প্রথম বাঙালি যাঁরা এই শৃঙ্গে পৌঁছলেন। এই জুটিই এর আগে বাঙালি হিসাবে প্রথম এভারেস্ট জয় করেছিলেন।

First Published: Saturday, April 21, 2012, 15:35


comments powered by Disqus