Last Updated: March 13, 2014 12:15

মেসি আর ড্যানি আলভেজের গোলের দৌলতেই চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠল বার্সেলোনা। তবে বার্সার ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির সঙ্গে ম্যাচের ফয়সালা হল ইনজুরি টাইমে করা আলভেজের গোলে।
ম্যাচের ৫৭ট্টি মিনিটে প্রথম গোলটি করেন মেসি। ৮৯ মিনিটে কম্পানির হেডে ম্যাচে সমতা ফেরে। তখন ১০জনকে নিয়ে খেলছে ম্যান সিটি। কারণ, দ্বিতীয় বারের জন্য বুকড হওয়ায় পাবলো জাবালেটাকে মাঠের বাইরে যেতে হয়। শেষ পর্যন্ত ইনজুরি টাইমে বার্সেলোনার জয় নিশ্চিত করে ড্যানি আলভেজের গোল। এই নিয়ে সপ্তম বার চাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌছল বার্সা।
First Published: Thursday, March 13, 2014, 12:15