Last Updated: November 13, 2011 13:27

ইতালির প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন সিলভিও বারলুসকনি। শনিবারই প্রেসিডেন্ট জিওরজিও নাপোলিটানোর হাতে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। বারলুসকনির ইস্তফাপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই উচ্ছাসে ভেসে গেছেন ইতালির সাধারণ মানুষ। কয়েকশো বিক্ষোভকারী রোমের রাস্তায় নেমে জয়োল্লাসে মেতে ওঠেন। তাদের মতে বারলুসকনির ইস্তফা দেওয়ার ফলে ইতালিতে এক বিতর্কিত অধ্যায়ের সমাপ্তি হল। প্রধান বিরোধীদল ডেমোক্র্যাটিক পার্টির কর্মী, সমর্থকরাও আনন্দে রাস্তায় নেমে পড়েছেন। আর্থিক সঙ্কট কাটাতে ব্যয় সংকোচনজনিত একটি বিল পাশ করার ছিল পার্লামেন্টে। ইতালির পার্লামেন্টে বিলটি পাশ হয়ে গেলেও প্রধানমন্ত্রীর উপর অনাস্থা প্রকাশ করেন বেশিরভাগ সাংসদ। এরপরেই তিনি ঠিক করেন ক্ষমতা থেকে সরে যাবেন।
First Published: Sunday, November 13, 2011, 13:27