Last Updated: November 28, 2013 08:19

ইতালির পার্লামেন্ট থেকে বহিষ্কৃত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী সিলভিও বার্লুস্কোনি। কর ফাঁকি দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে তাঁর বিরুদ্ধে। তার জেরেই বুধবার ইতালির সেনেটের ভোটে বহিষ্কৃত হন তিনি। এরপর যে কোনও সময় গ্রেফতার করা হতে পারে বার্লুস্কোনিকে।
পার্লামেন্ট থেকে বহিষ্কারের ফলে আপাতত ছ`বছরের জন্য কোনও নির্বাচনে অংশ নিতে পারবেন না বার্লুস্কোনি। কর ফাঁকির অভিযোগ প্রমাণিত হওয়ায় সেনেটের
ভোটে ইতালির পার্লামেন্ট থেকে বহিষ্কৃত হলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী সিলভিও বার্লুস্কোনি। সেনেটের স্পিকার পিয়েত্রো গ্রাসো এই প্রসঙ্গে বলেছেন, গত বছরই দেশে আইন হয়েছিল যে, কেউ দোষী প্রমাণিত হলে তাঁকে আর পার্লামেন্টে থাকার অধিকার দেওয়া হবে না। সেই আইন মেনেই বহিষ্কার করা হয়েছে বার্লুস্কোনিকে।
কুড়ি বছরের রাজনৈতিক জীবনে এ বার গ্রেফতারের মুখোমুখি বার্লুস্কোনি। বহিষ্কৃত হওয়ার পর নিজের প্রতিক্রিয়ায়বার্লুস্কোনি বলেছেন, এই ঘটনা গণতন্ত্রের পক্ষে লজ্জার। পার্লামেন্টের বাইরে থেকেই তাঁর আন্দোলন চলবে বলে জানিয়েছেন তিনি। আপাতত ছ বছরের জন্য কোনও নির্বাচনে অংশ নিতে পারবেন না বার্লুস্কোনি। বাইরে থেকেই নিজের ফোরজা ইতালিয়া দলের কাজকর্ম চালাবেন। বার্লুস্কোনিকে বহিষ্কারের পর সরকার থেকে সমর্থন তুলে নিয়েছে তাঁর দল ফোরজা ইতালিয়া। তবে সম্প্রতি ফোরজা ইতালিয়া থেকে বেরিয়ে এসেছেন ইতালির উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলিও আলফানো। তাঁর নেতৃত্বে নতুন দলটি সরকারকে সমর্থন জুগিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছে। তাই ফোরজা ইতালিয়া সমর্থন তুললেও এখনই চলতি সরকারের পতন হচ্ছে না।
২০১২ সালের অক্টোবরে ইউএস ফিল্মসের কাছ থেকে টিভি স্বত্ব কেনায় কর ফাঁকির অভিযোগ ওঠে বার্লুস্কোনির বিরুদ্ধে। এর আগে অপ্রাপ্তবয়স্ক মহিলাদের সঙ্গে যৌন কেলেঙ্কারিতেও নাম জড়িয়ে পড়েছিল বার্লুস্কোনির।
First Published: Thursday, November 28, 2013, 08:19