Last Updated: November 30, 2012 22:49

রবার্তো মেন্ডিস সিলভা আর হোসে রামিরেজ ব্যারেটো। ভারতে খেলা ব্রাজিলীয়দের মধ্যে সেরা দুই ফুটবলার। মোহনবাগান জার্সি গায়ে একসঙ্গে খেলা হয়নি এই দুই ব্রাজিলীয়-র। সেই আক্ষেপ এখনও রয়েছে সবুজ-মেরুন জনতার। শুক্রবার মোহনবাগান মাঠে দু`জনে অবশ্য একসঙ্গে রবসনের তত্ত্বাবধানে ফিজিক্যাল ট্রেনিং সারলেন।
চার্চিল এই মুহুর্তে সিকিমে রয়েছে। লালকার্ড দেখায় সেই ম্যাচে খেলতে পারবেন না বেটো। তাই কলকাতায় থেকে বন্ধু ব্যারেটোর সঙ্গে চুটিয়ে অনুশীলন করলেন ব্রাজিলীয় মিডফিল্ডার। ওডাফা,বেটো,র্যান্টি এমনকি ইয়াকুবুকে এখনও আই লিগে দেখা যাচ্ছে। কিন্তু ব্যারেটো নেই। ব্রাজিলীয় স্ট্রাইকার অবশ্য বলছেন,তিনি আই লিগকে মিস করছেন না। নিজের দল ভবানীপুর আই লিগের মূলপর্বেই তোলাই এখন চ্যালেঞ্জ ব্যারেটোর সামনে।
First Published: Friday, November 30, 2012, 22:49