সেরা মান্না(বাংলা)

সেরা মান্না(বাংলা)

দীর্ঘ সাত দশক ধরে স্রোতাদের মুগ্ধ করেছেন মান্না দে। বাংলা ছবিতে তাঁর গাওয়া একডজন গান নিয়ে এই শ্রদ্ধার্ঘ।

আমি যে জলসাঘরে
ছবি-অ্যান্টনি ফিরিঙ্গি(১৯৬৭)



বড় একা লাগে
ছবি-চৌরঙ্গি(১৯৬৮)



আমি যামিনী তুমি শশী হে
ছবি-অ্যান্টনি ফিরিঙ্গি(১৯৬৭)



কাহারবা না দাদরা বাজাও
ছবি-সন্যাসী রাজা(১৯৭৫)



মানুষ খুন হলে পরে
ছবি-চিরদিনের(১৯৬৯)



হয়তো তোমারি জন্য
ছবি-তিন ভূবনের পারে(১৯৬৯)


লেগেছে লেগেছে আগুন
ছবি-বসন্ত বিলাপ(1973)



ভারত আমার ভারতবর্ষ
ছবি-চারমূর্তি(১৯৭৮)



কে তুমি নন্দিনী
ছবি-তিন ভুবনের পারে(১৯৬৯)


সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল
ছবি-ধন্যি মেয়ে(১৯৭১)



লাল নীল সবুজের মেলা বসেছে
ছবি-চিরদিনের(১৯৬৯)



কে প্রথম কাছে এসেছি
ছবি-শঙ্খবেলা(১৯৬৬)

First Published: Thursday, October 24, 2013, 17:49


comments powered by Disqus