Last Updated: May 17, 2013 18:02

কলেজ হস্টেলে মদ্যপ অবস্থায় মারপিটের অভিযোগ উঠল বেসুর কয়েকজন ছাত্রের বিরুদ্ধে। শিবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই কলেজের ছাত্র বিক্রম চাকমা। তাঁর অভিযোগ, বৃহস্পতিবার শিবপুরের রিচার্সন হলে তাঁকে মদ্যপ অবস্থায় মারধর করে কয়েকজন ছাত্র।
আক্রান্ত ছাত্রকে বিই কলেজেরই মেডিক্যাল ইউনিটে ভর্তি করা হয়। ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। ২২ তারিখের মধ্যে কমিটিকে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে বলা হয়েছে । যদিও বেসু কর্তৃপক্ষের বক্তব্য, বিক্রম চাকমা কলেজের ছাত্র নন।
First Published: Friday, May 17, 2013, 18:02