Last Updated: October 8, 2011 14:27

পাক ক্রিকেটারদের বিস্ফোরক তথ্যে ঠাসা বই প্রকাশ অব্যাহত। এবার পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইমরান খানও ঢুকে পড়লেন এই সিরিজে। নিজে জীবনে বেটিং করেননি। তবে পাক নির্বাচনে অংশ নিতে গিয়ে তাঁর পার্টি তেহরিক ই ইনসাফ এর ধার শোধ করতে পরোক্ষে বেটিংয়ে অংশ নিয়েছিলেন ইমরান।নিজের লেখা সাম্প্রতিক বই "পাকিস্তান: এ পরসোনাল হিস্টরই" তে এমনটাই জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন দুহাজার দুই সালে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা টেস্টের গতিপ্রকৃতি নিয়ে তিনি টিপস দিয়েছিলেন তাঁর শ্যালক বেন গোল্ডস্মিখকে। তাঁর দেওয়া তথ্যে ভিত্তি করে বেন যে টাকা জিতেছিলেন তা দিয়ে পার্টির ধার শোধ করেছিলেন বলে জানিয়েছেন ইমরান।
First Published: Saturday, October 8, 2011, 14:27