Bhangro clash

দেওয়াল দখল নিয়ে ভাঙড়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ

দেওয়াল দখলকেও কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ল ভাঙড়ে তৃণমূলের দুই গোষ্ঠী। চলল দুপক্ষে বোমাবাজি। মহিলাদেরও মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে।

ঘটনার প্রতিবাদে সোনারপুর-ঘটকপুর রোডের সুন্দিয়ায় পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অবস্থা আয়ত্তে আনতে র‍্যাফ নামানো হয়। অভিযোগ, জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণপদ মজুমদারের সমর্থনে লেখা দেওয়াল মুছে দিয়ে দেওয়াল লেখা হয় তৃণমূলের পক্ষ থেকে। আর তার প্রতিবাদ করে তৃণমূলের আরেক পক্ষ। এই নিয়ে গণ্ডগোল সংঘর্ষের চেহারা নেয়।

First Published: Saturday, March 29, 2014, 16:02


comments powered by Disqus