Last Updated: November 19, 2013 08:37

সচিন তেন্ডুলকরের পাশাপাশি হকির জাদুকর ধ্যানচাঁদকেও ভারতরত্ন দেওয়ার দাবিতে সরব রাজনৈতিক মহল। অবসর ঘোষনার দিনেই সচিনকে ভারতরত্ন দেওয়া নিয়ে দ্বিধাবিভক্ত রাজনীতিবিদরা।
সচিন তেন্ডুলকর বনাম হকির যাদুকর ধ্যানচাঁদ। অবসর ঘোষনার দিনেই সচিনকে ভারতরত্ন দেওয়া নিয়ে দ্বিধাবিভক্ত ভারতের রাজনৈতিক মহল। বিজেপির পক্ষ থেকে এই ঘোষনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত বলে ব্যাখ্যা করা হয়েছে।অনেকেরই ধারনা একই সঙ্গে কিংবদন্তি হকি তারকা ধ্যানচাঁদকেও এই সম্মান দেওয়া উচিত।
কংগ্রেসের সাংসদ প্রদীপ জৈন জানিয়েছেন সচিনকে ভারতরত্ন সম্মান দেওয়ায় তিনি খুশি, কিন্তু ধ্যানচাঁদের ব্যাপারেও সরকারের ভাবনা চিন্তা করা উচিত। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের কাছে ধ্যানচাঁদকে ভারতরত্ন সম্মান দেওয়ার ব্যাপারে আবেদন জানিয়েছেন প্রদীপ।একই মত জনতা দল ইউনাইটেডেরও।
First Published: Tuesday, November 19, 2013, 08:37