খেলাতেও এবার ভারতরত্ন, Bharatratna in Sports now

খেলাতেও এবার ভারতরত্ন

খেলাতেও এবার ভারতরত্নক্রীড়াবিদদের ভারত রত্ন দেওয়ার ক্ষেত্রে আর কোন আইনি জটিলতা থাকল না। সচিন তেন্ডুলকর এবং মেজর ধ্যানচাঁদকে ভারতরত্ন সম্মানে সম্মানিত করার রাস্তা প্রশস্ত হল। ক্রীড়া ক্ষেত্রে ভারত রত্ন দেওয়ার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রক এবং ক্রীড়া মন্ত্রক প্রধানমন্ত্রীর দফতরে সুপারিশ পাঠানোর পর প্রধানমন্ত্রীএই ব্যাপারে সম্মতি দেন। এতদিন ভারতরত্নে ভুষিত হতেন  সাহিত্য, বিজ্ঞান এবং শিল্প জগতের ব্যাক্তিত্বরা। ভারতীয় ক্রিকেটে সচিনের অবদানের জন্য বিশ্বের বিভিন্ন স্তরের সেলিব্রিটিরা তাঁকে ভারত রত্ন দেওয়ার জন্য প্রকাশ্যে বিবৃতি দিয়েছিলেন। 





First Published: Friday, December 16, 2011, 16:48


comments powered by Disqus