Last Updated: November 18, 2011 19:04
বেহাত হতে বসেছে রানিকুঠি অঞ্চলের ঐতিহ্যবাহী ভাসানের মাঠ। বিগত বেশ কিছু বছর ধরেই বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠী মাঠের মালিকানার দাবি জানিয়েছে। বৃহস্পতিবার একটি স্বেচ্ছাসেবী সংগঠন মাঠের মালিকানা দাবি করে বোর্ড টাঙালে এলাকায় উত্তেজনা ছ়ড়িয়ে পড়ে। শুক্রবার গণকনভেনশন করে এলাকাবাসী জানিয়েছেন মাঠ বেহাত
হতে দেবেন না তাঁরা।
First Published: Friday, November 18, 2011, 19:04