Last Updated: February 21, 2014 09:19

বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় এ বছর ভাষা দিবস একত্রে পালন করছে না ভারত সরকার। বাংলাদেশের সীমান্তে নিরাপত্তা বাড়াতে আরও কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। অনুপ্রবেশ আটকাতে সীমান্তে বসানো হচ্ছে বায়োমেট্রিক মেশিন। জলপথ দিয়ে অনুপ্রবেশ আটকাতে আধুনিক ব্যবস্থা চালু করার দায়িত্ব দেওয়া হয়েছে আইআইটির বিশেষজ্ঞদের।
বিগত কয়েক মাসে বাংলাদেশের অভ্যন্তরীন পরিস্থিতি যতটা উত্তপ্ত হয়েছে, ততটাই কড়া অবস্থান নিয়েছে ভারত সরকার। প্রতি বছর একুশে ফেব্রুয়ারি দুই দেশ একত্রে ভাষা দিবস পালন করে।কিন্তু এবার সেই অনুষ্ঠান বাতিল করেছে ভারত সরকার। অনুপ্রবেশ আটকাতে সীমান্তে বসানো হয়েছে বায়োমেট্রিক মেশিন। সীমান্ত পেরনোর সময় ওই মেশিনে আঙুল ছোঁয়ালেই ধরা পড়বে ব্যক্তির পরিচয়।
ভারত বাংলাদেশ সীমান্তের কুড়ি শতাংশই জলপথ। কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব না হওয়ায় জলপথে বাড়ছে অনুপ্রবেশ। ডাকাতির ঘটনাও বেড়েছে। প্রযুক্তির ব্যবহার করে কীভাবে অনুপ্রবেশ আটকানো যায়, তা খতিয়ে দেখতে পরামর্শ নেওয়া হচ্ছে আইআইটির বিশেষজ্ঞদের।
First Published: Friday, February 21, 2014, 10:24