সাত পাকে নবমিতা-ভাস্বর

সাত পাকে নবমিতা-ভাস্বর

সাত পাকে নবমিতা-ভাস্বর গত বছরই সাত পাকে বাঁধা পড়েছেন মহানায়ক উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়। এবারে গাঁটছজ়ডা বাঁধলেন নাতনি নবমিতা। পাত্র অভিনেতা ভাস্বর চ্যাটার্জি।

সোমবার এলাহী অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধলেন দুজনে। নবমিতার সম্পূর্ণ রাজস্থানী পোশাকের সঙ্গে নবমিতা পরেছিলেন বন্ধগলা ব্লাউজ, কোমরে কোমরবন্ধ। ভাস্বর এ দিনের জন্য বেছে নিয়েছিলেন লাল শেরওয়ানি। বেশ কয়েক বছর ধরেই সম্পর্ক ভাস্বর ও নবমিতার।

দ্বিতীয় বারের জন্য বিয়ে করলেন ভাস্বর। ২০০৭ সালে প্লাবনীর সঙ্গে প্রথম বিয়ে ভেঙে গিয়েছিল তিক্তভাবে। প্লাবনীর অভিযোগে সেই সময় গরাদের পিছনেও যেতে হয়েছে ভাস্বর। অবশেষে সব পিছনে ফেলে নতুন করে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন ভাস্বর।

মা সিরিয়ালে ঝিলিকের বাবার চরিত্রে ভাস্বরের অভিনয় খুবই জনপ্রিয়। দ্য লেজেন্ড অফ ভগত সিং, যেখানে ভূতের ভয়, নামতে নামতে ও রয়্যাল বেঙ্গল রহস্য ছবিতেও ভাস্বরের অভিনয় নজর কেড়েছে দর্শকদের।


First Published: Wednesday, January 22, 2014, 20:07


comments powered by Disqus