Last Updated: March 18, 2013 20:53

হিন্দিতে রিমেক হতে চলেছে বাংলা-ব্লকবাস্টার ভূতের ভবিষ্যত। তাও আবার থ্রিডিতে।
বলিউডের প্রযোজক রতন জৈন এই ছবির প্রযোজনা করবেন। হিন্দি ভার্সনে ছবিটির নাম হবে `গ্যাঙ অফ গোস্ট`। পরিচালনা করবেন সতীশ কৌশিক। জৈন জানিয়েছেন, "আমরা ছবিটিকে থ্রিডিতে বানানোর কথা ভাবছি। এখনই কিছু বলা সম্ভব নয়।"
জৈন আরও জানান ছবিটির শুটিং হবে মুম্বইতেই। বলিউডে গুঞ্জন, এই ছবিতে অভিনয় করতে পারেন মাহি গিল। তবে এই বিষয় এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। প্রযোজক জানিয়েছেন, "এখনও কাউকেই এই ছবির জন্য সই করানো হয়নি। তবে আগামী কয়েকদিনের মধ্যেই বিস্তারিত জানাতে পারব। আগামী এপ্রিল থেকেই মুম্বইতে শুটিং শুরু হবে।"
২০১২-র এই বাংলা ছবিটি মুক্তি পাওয়া মাত্রই ব্যাপক জনপ্রিয়তা পায়। সারকাস্টিক ছবিটিকে `পাথ ব্রেকিং` বলেও চিহ্নিত করেছেন একাধিক পরিচালক।
First Published: Monday, March 18, 2013, 20:53