Last Updated: November 19, 2013 09:17

দেখতে দেখতে কেটে গিয়েছে ২৯টা বছর। এখনও বিষের জালায় জ্বলছে ভোপালের প্রায় সাড়ে পাঁচলক্ষ মানুষ। তীব্র বিষের ছোবলে এখনও সেখানে জন্ম নেয় বিকলাঙ্গ শিশু। এবারে তাই মধ্যপ্রদেশে ভোট বয়কটের ডাক দিয়েছেন বিষ বাতাসে সবহারানো মানুষেরা।
একের পর এক মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে মানুষ। বেসরকারি তথ্য অনুযায়ী প্রায় একলক্ষ মানুষের মৃ্ত্যু হয় ওই বিষ বাতাসে।
তারপর দেখতে দেখতে কেটে গিয়েছে ২৯টা বছর। এখনও পর্যন্ত এই বিষ বাতাসের ছোবল থেকে রেহাই পাননি কয়েকলক্ষ মানুষ।
শুধু মাত্র একটি কলোনিই নয়। প্রায় অর্ধেক ভোপাল জুড়েই আক্রান্ত বহু মানুষ। এই অঞ্চলে একশো জনের মধ্যে ক্যান্সারে আক্রান্ত হন আশি জন। ফুসফুস আর কিডনির রোগে ভোগে প্রায় সকলেই। কিন্তু উনত্রিশ বছর ধরে অসংখ্য প্রতিশ্রুতি আর হাতে সামান্য টাকা পাওয়া ছাড়া কেউ দাঁড়ায়নি তাদের পাশে। এবারে তাই দাবি উঠেছে ভোট বয়কটের।
First Published: Tuesday, November 19, 2013, 09:17