Last Updated: September 28, 2012 17:46

বাংলার বাউল গানের ঐতিহ্যকে ফ্যাশনের র্যাম্পে তুলে আনলেন ওপার বাংলার ডিজাইনার বিবি রাসেল। প্রিমিয়ার ফ্যাশন উইকে গৌতম ঘোষের মনের মানুষ ছবির গান "ধন্য ধন্য বলি তারে" দিয়ে তাঁর শো শুরু করেন বিবি। শুধু বাউল গানই নয়। পোষাকের মধ্যে অতিরিক্ত সবুজের ব্যবহারে গ্রাম বাংলার প্রকৃতিকেও ফুটিয়ে তুলেছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্না এই ডিজাইনার।
টিউনিক টপ, কটন শাড়ির সঙ্গে হাতে বোনা, রিসাইক্লড মোটিরিয়ালের গয়না ছিল বিবি রাসেলের এই শোয়ের ইউএসপি। তবে শুধু পোষাকেই নয়। অভিনবত্ব লুকিয়ে ছিল শোয়ের পরতে পরতে। ফ্যাশন দুনিয়ায় এখন যখন শো স্টপারদের রমরমা, সেখানে বিখ্যাত কোনও মুখকে এদিন দেখা যায়নি বিবি রাসেলের শোয়ে। "আমি যেহেতু নিজে একসময় মডেলিং করেছি, তাই শো শেষে ফ্যাশন দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন কাউকে মঞ্চে উপস্থিত করানোর পক্ষপাতি আমি নই"। স্পষ্ট জবাব রাসেলের।
"আমি বরাবরই চেয়েছি আমার ডিজাইনের মধ্যে দিয়ে বাংলাদেশের হারিয়ে যাওয় শিল্পকে তুলে ধরতে চেয়েছি। বাংলাদেশের কুষ্ঠিয়ায় আমার জন্ম। বাউলের গন্ধে এখনও মিশে আছে আমার গ্রামের মাটিতে"। শো শেষে জানালেন গর্বিত ডিজাইনার।
First Published: Friday, September 28, 2012, 17:46