জীবনের অগ্নিপথের দিওয়ার টপকে অমিতাভ আজ ৭১ এ, বলিউডের সঙ্গে শুভেচ্ছা জানাল নাতনি আরাধ্যাও

জীবনের অগ্নিপথের দিওয়ার টপকে অমিতাভ আজ ৭১ এ, বলিউডের সঙ্গে শুভেচ্ছা জানাল নাতনি আরাধ্যাও

Tag:  Big B Bollywood
জীবনের অগ্নিপথের দিওয়ার টপকে অমিতাভ আজ ৭১ এ, বলিউডের সঙ্গে শুভেচ্ছা জানাল নাতনি আরাধ্যাও৭১-এ পৌঁছলেন অমিতাভ বচ্চন। এই প্রথমবার তাঁকে শুভেচ্ছা জানিয়েছে নাতনি আরাধ্যা। দুবছরের আরাধ্যার কাছ থেকে হ্যাপি বার্থ ডে শোনার অভিজ্ঞতা সংবাদমাধ্যমের সঙ্গে ভাগ করে নিলেন বিগ বি।

জন্মদিনে তিন হাজার গ্রামীণ পরিবারে বিদ্যুতায়নের দায়িত্ব নিলেন অমিতাভ বচ্চন। সৌরশক্তির মাধ্যমে বিনামূল্যে তিন হাজার পরিবারে বিদ্যুত্‍ পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।

সচিন তেন্ডুলকরের অবসর প্রসঙ্গে আবেগতাড়িত হয়ে পড়লেন বিগ বি। `বার্থ ডে বয়` অমিতাভ বললেন, ``সচিনের অবসরে ভারতীয় ক্রিকেটের হূদয় থমকে গেল।'' সঙ্গে যোগ করলেন, সচিনকে ছাড়া ভারতীয় ক্রিকেট ভাবা যায় না।
 এদিকে টুইটার থেকে ফেসবুক। সব জায়গাতেই বিগ বি-র জন্মদিনের আবেগে মুড়ে গেল। বলিউডের তারকারও টুইটারে তাঁকে শুভেচ্ছাবার্তা জানালেন।





First Published: Friday, October 11, 2013, 14:45


comments powered by Disqus