অক্ষয়ের বিগ বস

অক্ষয়ের বিগ বস

 অক্ষয়ের বিগ বস এবার বিগ বসের মতো জনপ্রিয় রিয়েলিটি শো নিয়ে ছবি করতে চলেছেন বলিউডের স্টান্ট গুরু অক্ষয় কুমার। কিছু দিন আগেই তাঁর নতুন ছবি দেশি বয়েজের প্রচারে `বিগ বস` -এ দেখা যায় অক্ষয় এবং জনকে। সম্ভবত সেখান থেকেই বিগ বস নিয়ে ভাবনা শুরু অক্ষয়ের। রিয়েলিটি শো বিগ বসের মতই ১৩ - ১৪ জন আবাসিককে দেখা যাবে অক্ষয়ের ছবিতে। অক্ষয় নিজে এই ছবিতে আছেন কি না, তা এখনও জানা যায়নি। অক্ষয়ের ছবির চিত্রনাট্য একটু আলাদা। বিগ বসের বাড়িতে ঘটে যাওয়া একটি অপরাধকে কেন্দ্র করেই ছবির গল্প আবর্তিত হয়েছে।

First Published: Monday, November 21, 2011, 15:41


comments powered by Disqus