Bihar bundh

বিশেষ রাজ্যের দাবিতে আজ বিহার বনধ নীতিশের

বিশেষ রাজ্যের দাবিতে আজ বিহার বনধ নীতিশের বিশেষ রাজ্যের মর্যাদার দাবিতে আজ বিহার বনধের ডাক দিয়েছে নীতিশ কুমারের জেডি ইউ। অত্যাবশ্যকীয় পরিষেবাগুলিকে বনধের আওতার বাইরে রাখা হয়েছে। পাটনায় নিজের বাড়ি থেকে গান্ধী ময়দান পর্যন্ত এক বিক্ষোভে মিছিলে হাঁটবেন নীতিশকুমার। গান্ধী মূর্তির নীচেই দিনভর ধর্নায় বসবেন তিনি।

বিশেষ মর্যাদার দাবিকে লোকসভা ভোটে অন্যতম ইস্যু করতে পাঁচই মার্চ থেকে বিহার জুড়ে প্রচারে নামবেন নীতিশ কুমার। বিহারে বিশেষ রাজ্যের মর্যাদার দাবি থেকে পিছিয়ে থাকতে রাজি নয় বিজেপিও। গত শুক্রবার এজন্য বিহার জুড়ে রেল রোকো কর্মসূচি পালন করে বিজেপি।

First Published: Sunday, March 2, 2014, 12:40


comments powered by Disqus