পদত্যাগই করছেন নীতীশ, বিহারের নয়া মুখ্যমন্ত্রীর খোঁজে আজ জেডিইউ-এর কার্যকরী কমিটির বৈঠক

পদত্যাগই করছেন নীতীশ, বিহারের নয়া মুখ্যমন্ত্রীর খোঁজে আজ জেডিইউ-এর কার্যকরী কমিটির বৈঠক

পদত্যাগই করছেন নীতীশ, বিহারের নয়া মুখ্যমন্ত্রীর খোঁজে আজ জেডিইউ-এর কার্যকরী কমিটির বৈঠক বিহারের রাজনৈতিক রঙ্গমঞ্চে নয়া মোড়। বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরছেন না নীতীশ কুমার। আজ এই কথা স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন জেডিইউ সুপ্রিমো শরদ যাদব। সে রাজ্যে নয়া মুখ্যমন্ত্রী হিসাবে চাইছেন দলের বেশ কিছু বিধায়ক। সূত্রে খবর, অতন্ত্য পিছিয়ে পড়া শ্রেণী বা সলিত সমাজের কারোর বিহারের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনাও রয়েছে।

আজ সন্ধেবেলা জেডিইউ-এর কার্যকরী সমিতির বৈঠকেই স্থির হবে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম।

আজ সকালেই সাংবাদিকদের শরদ যাদব জানান নীতীশ কুমারের পদত্যাগের সিদ্ধান্ত পাকা হয়ে গেছে। এই সিদ্ধান্ত কঠিন হলেও রাজ্য, দল ও নীতীশের নিজের স্বার্থেই এই সিদ্ধান্ত সঠিক বলে দাবি করেছেব জেডিইউ চিফ।

এর আগে শরদ যাদব জানিয়ে ছিলেন তাঁর দল সরকার গঠনের জন্য লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দলের সঙ্গে জোট গঠন করতে পারে।

First Published: Monday, May 19, 2014, 14:37


comments powered by Disqus