ঝাড়গ্রামে মিছিল জনজাগরণ মঞ্চের, Bike rally against Mao Bandh

ঝাড়গ্রামে মিছিল জনজাগরণ মঞ্চের

ঝাড়গ্রামে মিছিল জনজাগরণ মঞ্চেরমাওবাদীদের ডাকা বনধের বিরুদ্ধে ঝাড়গ্রামে তৃণমূল সমর্থিত জনজাগরণ মঞ্চের মোটরবাইক মিছিল হয়। ঝাড়গ্রামের চন্দ্রি থেকে শুরু হয়ে সশস্ত্র মিছিলটি শহরের বিভিন্ন এলাকা ঘোরে। মিছিল থেকে মাওবাদীদের হঠানোর ডাক দেওয়া হয়। কালীপুজোর পর মাওবাদী সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র করার কথা বলা হয়েছে। আজ মাওবাদীদের ডাকা বনধে ঝাড়গ্রামের জঙ্গলমহল এলাকায় দোকানপাট খোলেনি। যানবাহন চলাচলও বন্ধ ছিল। মহকুমার অন্য অংশে বনধের মিশ্র প্রতিক্রিয়া চোখে পড়েছে। তবে, ট্রেন চলাচলের ক্ষেত্রে কোথাও কোনও বিঘ্ন ঘটেনি।  

First Published: Sunday, October 23, 2011, 00:29


comments powered by Disqus