Last Updated: September 18, 2013 14:09

আদালতের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে ফের দাপিয়ে বেড়াল তৃণমূলের বাইকবাহিনী। এবার পানিহাটিতে। পানিহাটি পুরসভার নির্বাচনকে সামনে রেখে আজ সকাল থেকেই শুরু হয় তৃণমূলের প্রচার। অংশ নেন বিধায়ক দেবশ্রী রায়।
আর সেই মিছিলই হল বাইকবাহিনীকে সঙ্গে নিয়ে। আর সেটাও পুলিসের সামনেই। মিছিল চলাকালীন রাস্তার পাশে গাড়ি নিয়ে দাঁড়িয়ে রইলেন খড়দা থানার আইসি।
First Published: Wednesday, September 18, 2013, 14:09