Last Updated: December 17, 2013 10:50

জিটিএ-র চিফ এক্সিকিউটিভ পদে ফেরার সম্ভাবনা উজ্জ্বল হছে বিমল গুরুংয়ের। সোমবার দার্জিলিংয়ে জিটিএ-র সভার বৈঠকে আঠাশজন সদস্যই সর্বসম্মতভাবে মোর্চা সভাপতিকে চিফ এক্সিকিউটিভ করার সিদ্ধান্ত নিয়েছেন। জিটিএ সভার চেয়ারম্যান প্রদীপ প্রধান জানিয়েছেন, প্রধান সচিব আর ডি মীনার মাধ্যমে রাজ্য সরকারকে জানিয়ে দ্রুত চিফ এক্সিকিউটিভ নির্বাচনের জন্য সভা ডাকার অনুরোধ করা হয়েছে। এর থেকেই রাজনৈতিক মহল মনে করছে যে বিমল গুরুংয়ের জিটিএর চিফ এক্সিকিউটিভ পদে ফেরা এখন স্রেফ সময়ের অপেক্ষা।
জিটিএ সূত্রের দাবি, দার্জিলিংয়ের সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখেই চিফ এক্সিকিউটিভ পদে ফিরতে চলেছেন মোর্চা সভাপতি। আগামী বিশে ডিসেম্বর নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের বৈঠক রয়েছে। সেখানে আবারও গুরুত্ব পাবেন বিমল গুরুং। দাবি ওয়াকিবহাল মহলের।
First Published: Tuesday, December 17, 2013, 10:50