Last Updated: April 26, 2014 11:53
সারদা কেলেঙ্কারিতে কারা জড়িত সিবিআই তদন্ত হলেই তা স্পষ্ট হয়ে যাবে। এই কেলেঙ্কারিতে বামেদের কেউ জড়িত প্রমাণিত হলে তাঁকে শাস্তি দেওয়া হোক। তবে তৃণমূলের কেউ জড়িত থাকলে তাঁকেও গ্রেফতার করতে হবে। শুক্রবার উলুবেড়িয়ায় একথা বলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
সারদাকাণ্ডে নতুন করে ইডির তদন্তে একে একে পরিষ্কার হচ্ছে শাসক দলের নেতা নেত্রী থেকে বিশিষ্ট বুদ্ধিজীবীদের জড়িত থাকার প্রসঙ্গ। কিন্তু তা মানতে কার্যত নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চিটফাণ্ড প্রতারণার দায় চাপিয়েছেন বিগত বাম সরকারের ওপরেই। যুক্তি, সারদার মতো চিটফাণ্ড সংস্থার জন্ম হয়েছে বাম জমানায়, তাই তাঁর দায় বরতায় তাঁদেরই।
অন্যদিকে, প্রাক্তণ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভাট্টাচার্যের স্পষ্ট মত, সিবিআই তদন্ত হলেই পরিষ্কার হয়ে যাবে, কারা আসল দায়ী।
First Published: Saturday, April 26, 2014, 11:53