উপনির্বাচনে টাকার খেলার অভিযোগ আনলেন বিমান বসু

উপনির্বাচনে টাকার খেলার অভিযোগ আনলেন বিমান বসু

উপনির্বাচনে টাকার খেলার অভিযোগ আনলেন বিমান বসুউপনির্বাচনে তিন কেন্দ্রেই টাকার খেলা হয়েছে বলে অভিযোগ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। কিছু এলাকায় সাংগঠনিক দুর্বলতা ছিল বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, এদুটি কারণেই উপনির্বাচনে বামেদের ভোট কিছুটা কমেছে।

সব অপরাধমূলক ঘটনাকেই ছোট ঘটনা বলায় রাজ্যজুড়ে বাড়ছে নৈরাজ্য। প্রশ্রয় পাচ্ছে সমাজবিরোধীরা। এসবের ফলেই প্রশ্ন তৈরি হয়েছে মানুষের মনে। আর সেই প্রশ্নেরই কিছুটা প্রতিফলন ঘটেছে উপনির্বাচনে। তিন কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ভোটের ফল নিয়ে এই প্রতিক্রিয়া জানিয়েছেন বিমান বসু।

First Published: Thursday, February 28, 2013, 19:35


comments powered by Disqus