সাংবাদিকদের ওপর হামলার নিন্দা করলেন বিমান বসু, Biman Basu on Police

সাংবাদিকদের ওপর হামলার নিন্দা করলেন বিমান বসু

সাংবাদিকদের ওপর হামলার নিন্দা করলেন বিমান বসুসাংবাদিকদের ওপর পুলিসের হামলা ও লাঠিচালানোর ঘটনার নিন্দা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সাংবাদিকদের ওপর পুলিসের এই আচরণ আদতে সংবাদ সংগ্রহে বাধা তৈরি করা বলে মন্তব্য করেন বিমান বসু।  পুলিসের এই ভূমিকার প্রতিবাদ জানিয়েছেন সাহিত্যিক ও বুদ্ধিজীবী মহলও। কড়েয়া থানা এলাকার ব্রড স্ট্রিটে  মেডিভিউ নার্সিং হোমে খবর সংগ্রহ করতে গিয়ে মঙ্গলবার পুলিসের হাতে আক্রান্ত হন সাংবাদিকরা। পুলিসের বেপরোয়া লাঠি্র আঘাতে জখম হন বেশকয়েকজন সাংবাদিক। আক্রান্ত হন চব্বিশ ঘন্টার সাংবাদিকও। সাংবাদিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় পুলিসের ভূমিকার নিন্দা করেছে প্রেস ক্লাবও।






First Published: Tuesday, December 13, 2011, 21:40


comments powered by Disqus