Last Updated: May 9, 2014 16:37
সারদার সঙ্গে মুখ্যমন্ত্রী নিজেই জড়িত। সেজন্যই সিবিআই তদন্তকে লঘু করে দেখছেন মুখ্যমন্ত্রী। নিজের দলের নেতামন্ত্রীদের পাশাপাশি বাঁচাতে চাইছেন চিটফান্ডের মালিকদেরও। প্রতিক্রিয়া বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর।
সিবিআই তদন্তে সুফল মেলে না বলে সরকারের তরফে দাবি করা হলেও তারসঙ্গে একমত নন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তাঁর প্রতিক্রিয়া দু একটি ক্ষেত্রে সিবিআই চার্জশিট দিতে না পারলেও, সবক্ষেত্রেই এমন হবে তা ভাবার কোনও কারণ নেই।
সিটের তদন্তের নামে সারদার দোষীদের আড়াল করার চেষ্টা করছিল রাজ্য সরকার। এবার আসল দোষীরা শাস্তি পাবেন। সারদায় সিবিআই তদন্তের নির্দেশের পর প্রতিক্রিয়া সিপিআইএম নেতা মহঃ সেলিমের।
সারদা কেলেঙ্কারি আড়াল করতে রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত আমানতকারীদের টাকা ফেরত দেওয়া শুরু করেছিল। জনগণের টাকা এভাবে ফেরত দেওয়া যায় না। সিবিআই আসল পাণ্ডাদের গ্রেফতার করুক। তারপর সিবিআই টাকা ফেরত দিক। সারদায় সিবিআই তদন্ত নিয়ে প্রতিক্রিয়া বিকাশ ভট্টাচার্যের।
First Published: Friday, May 9, 2014, 16:37