বিধানসভায় সাংবাদিক বৈঠক বিতর্ক, নিজের অবস্থানেই অনড় অধ্যক্ষ

বিধানসভায় সাংবাদিক বৈঠক বিতর্ক, নিজের অবস্থানেই অনড় অধ্যক্ষ

বিধানসভায় সাংবাদিক বৈঠক বিতর্ক, নিজের অবস্থানেই অনড় অধ্যক্ষবিধানসভায় সাংবাদিক বৈঠক বিতর্কে নিজের অবস্থানেই অনড় রইলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বুধবার নিজের সচিবের মাধ্যমে বিরোধী দলনেতাকে চিঠি পাঠিয়ে তিনি সে কথা জানিয়েও দিয়েছেন। চিঠিতে জানানো হয়েছে, নিরাপত্তার কারণেই অধিবেশন বন্ধ থাকাকালীন বিধানসভায় কোনও পরিষদীয় দলকেই সাংবাদিক বৈঠকের অনুমতি দেওয়া যাবে না। অধ্যক্ষ তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনার কোনও কারণ দেখছেন না।

বিধানসভায় কোনও পরিষদীয় দলই অধিবেশন বন্ধ থাকাকালীন সাংবাদিক বৈঠক করতে পারবে না। অধ্যক্ষের এই নির্দেশকে ঘিরে বিতর্কের ঝড় ওঠে। প্রতিবাদ জানান বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র সহ কংগ্রেস নেতারাও। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানিয়ে চিঠিও লেখেন সূর্যকান্ত মিশ্রকে। প্রথম দিন অধ্যক্ষ বলেন, ``বিরোধী দলগুলির মনোভাব জেনে, এবং বিরোধী দলনেতার চিঠি দেখে তিনি  সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কথা ভাবতেও পারেন।``

কিন্তু বিরোধী দলনেতার চিঠি পাওয়ার পর আগের অবস্থানেই অনড় রইলেন অধ্যক্ষ। অধ্যক্ষ তাঁর জবাবি চিঠিতে সূর্যকান্ত মিশ্রকে জানিয়েছেন, "নিরাপত্তার কারণেই অধিবেশন বন্ধ থাকার সময় কোনও পরিষদীয় দলকেই সাংবাদিক বৈঠকের অনুমতি দেওয়া যাবে না। তবে এই সিদ্ধান্তের অর্থ নিষেধাজ্ঞা জারি নয়। আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার কারণ নেই।" অধ্যক্ষের নির্দেশের পর বিধানসভার বাইরে দাঁড়িয়ে সাংবাদিক বৈঠক করেন সূর্যকান্ত মিশ্র, তা নিয়ে ইতিমধ্যেই সরকার ও বিরোধী দলের মধ্যে এক দফা চাপানউতর হয়েছে। রাজনৈতিক মহলের ধারণা, বুধবারের অধ্যক্ষের চিঠির পরে ফের দুপক্ষের চাপানউতোর শুরু হতে পারে। 

First Published: Wednesday, February 15, 2012, 20:28


comments powered by Disqus