Last Updated: December 14, 2011 15:30

রাশিয়াতে মাল্টি-স্টারার ‘প্লেয়ারস’ সিনেমা শুটিং চলাকালীন হঠাত্ হাজতে যেতে হল বলিউডের `ব্ল্যাক বিউটি` বিপাশা বসুকে। সঙ্গে গেলেন সহ-অভিনেতা সিকান্দার খের।
বিপাশা ও সিকান্দার নাকি হাঁটতে বেরিয়েছিলেন। একটি রাস্তার সামনে `নোটিসে` রাশিয়ান ভাষায় আর এগোতে নিষেধ করা ছিল। রাশিয়ান জানা না থাকার দরুন বিপাশা ও সিকান্দার সেই পথে চলতে গিয়ে গ্রেফতার হন।
সৌভাগ্যবশত পুলিশ স্টেশনে একজন অফিসার ছিলেন যিনি বিপাশাকে চিনতেন এবং তাঁর ভক্ত। তিনি বিপাশাদের কাছে ক্ষমা চান এবং তাঁর অন্যান্য পুলিশ সহকর্মীকে বোঝান যে এই ভুল অনিচ্ছাকৃত।
বিপাশা একটি কাগজকে ঘটনাটির বিস্তৃত বিবরণ দিয়েছেন। বলেছেন ‘সেই পুলিশ অফিসার যখনই আমাকে এক বলিউড অভিনেত্রী হিসেবে চিনতে পারলেন, আন্তরিকভাবে তিনি ক্ষমা চাইতে শুরু করলেন। যদিও প্রথমে আমাদের কাছে এটা একটা মানসিক ধাক্কা ছিল, কিন্তু এখন এটার কথা ভেবে আমরা হাসি। বেশ মজা লাগে ব্যাপারটার কথা ভাবলে’।
First Published: Wednesday, December 14, 2011, 15:30