Last Updated: July 9, 2013 17:28

মোট এলাকা- ৪৫৮৫ বর্গ কিমি
মোট জনসংখ্যা- ৩,৫০২,২৮৭
ভোট পড়ছে- ৪৪ শতাংশ (দুপুর ২টা অবধি)
সিউড়ির নগরীতে সিপিআইএম প্রার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় ২০ জন সমর্থক জখম হয়েছে বলে দলীয় সূত্রে খবর।
পাড়ুইয়ে এক নির্দল প্রার্থীর বাবা গুলিবিদ্ধ হন। অনুব্রত মণ্ডলের সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ করেন ওই প্রার্থী।
পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় গ্রেফতার হয়েছে ৪ তৃণমূল সমর্থক। সংঘর্ষ ও বোমাবাজির মধ্যে বীরভূমের কাঁকুরতলায় বুথের সামনে মাওবাদী পোস্টার পাওয়ায় চাঞ্চল্য দেখা দেয়। তবে পুলিশ সুপার বিষয়টি উড়িয়ে দিয়েছেন।
দুবরাজপুরের মেটেলায় বুথ জ্যামের চেষ্টার অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। পুলিশের সঙ্গে হাতাহাতি হয় তৃণমূল সমর্থকদের।
First Published: Monday, July 22, 2013, 15:20