তালা ঝুলল বিড়লা জুটমিলে

তালা ঝুলল বিড়লা জুটমিলে

Tag:  Birla jutemill closed
তালা ঝুলল বিড়লা জুটমিলেদক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে বন্ধ হয়ে গেল বিড়লা জুটমিল। শনিবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে দেখেন, কারখানার গেট তালাবন্ধ। বাইরে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝোলানো। শ্রমিকদের অভিযোগ, জুটমিল কর্তৃপক্ষ তাঁদের কাছে সপ্তাহে ৩৬ টন মাল উত্পাদনের শর্ত রেখেছিল। শ্রমিক নেতারা তা দরাদরি করে ৩২ টনে নামিয়ে আনে। শ্রমিকদের দাবি, কর্তৃপক্ষ তাতে রাজিও হয়। তারপর কী কারণে জুটমিলে সাসপেনশন নোটিস ঝোলানো হল, তা নিয়ে ধন্দে শ্রমিকরা। বিড়লা জুটমিল বন্ধ হয়ে যাওয়ায়, ৫৫৫০ জন শ্রমিক কাজ হারালেন।

First Published: Saturday, March 31, 2012, 15:04


comments powered by Disqus