Last Updated: June 20, 2014 19:14

রাজ্যের বিশতম জেলা হচ্ছে আলিপুরদুয়ার। পঁচিশে জুন থেকে জলপাইগুড়ি জেলা ভেঙে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার দুটি জেলা হচ্ছে। আজ বিধানসভায় এই ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন এরফলে প্রশাসনিক কাজের ও সাধারণ মানুষের সুবিধে হবে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সব রাজনৈতিক দল। সিদ্ধান্ত হয়েছিল সর্বদলীয় বৈঠকেই। এবার তা বাস্তবায়িত হচ্ছে। শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন,পঁচিশে জুন থেকে জলপাইগুড়ি জেলা দুটি ভাগ হচ্ছে। জলপাইগুড়ি সদর ও মাল মহকুমা নিয়ে জলপাইগুড়ি। সাবেক আলিপুরদুয়ার মহকুমা নিয়ে আলিপুরদুয়ার জেলা।
বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন ``বিধানসভায় জেলার মানুষ আলাদা জেলা চাইছিলেন।.... জেলা সদর থেকে প্রশাসনিক কেন্দ্রগুলির অধিক দূরত্ব সাধারণ মানুষের কাছে যথেষ্ট অসুবিধাজনক। জেলা থেকে বিভিন্নরকম পরিষেবা পাওয়ার জন্য তাদের বিস্তর সময় ও পথ অতিক্রম করতে হত।``
এর ফলে সাধারণ মানুষের সুবিধা হবে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
আলিপুরদুয়ার, ফালাকাটা, কুমারগ্রাম, কালচিনি, মাদারিহাট, বীরপাড়া, জয়গাঁ, শামুকতলা ব্লক নিয়ে আলিপুরদুয়ার জেলা।
ভক্তিনগর, রাজগ়ঞ্জ, ময়নাগুড়ি, ধূপগুড়ি, বানারহাট, মাল, নাগরাকাটা, মেটেলি, কোতোয়ালি নিয়ে জলপাইগুড়ি জেলা।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কংগ্রেস।
স্বাগত জানালেও প্রশ্ন তুলেছে বামেরা।
First Published: Friday, June 20, 2014, 19:14