Last Updated: June 19, 2014 21:01

ধর্ষণের বাড়বাড়ন্তের জন্য দায়ী মেয়েদের পোশাক। তার সঙ্গে দায়ী টিভির বিজ্ঞাপন। এমনই মত বিষ্ণুপুরের তৃণমূল নেতা লিয়াকত মণ্ডলের। বিষ্ণুপুরের নির্যাতিতা তরুণী কেন রাতে একা বেরিয়েছিলেন, সে প্রশ্নও তুলেছেন তিনি। লিয়াকত পুরো বিষয়টি সালিশির মাধ্যমে মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন বলে অভিযোগ নির্যাতিতার পরিবার এবং গ্রামবাসীদের।
টিউশন থেকে ফেরার পথে গ্রামের মেয়েকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ। কিছুতেই মানতে পারছেন না বিষ্ণুপুরের বাসিন্দারা। ঘটনা সামনে আসতেই বিক্ষোভে সরব হয়েছেন তাঁরা। কিন্তু এই প্রতিবাদের মধ্যে আশ্চর্যরকম ভাবে ব্যতিক্রম এলাকার স্থানীয় তৃণমূল নেতা লিয়াকত মণ্ডল। ধর্ষণের কথা উঠতেই সটান বলে দিলেন তাঁর নিজস্ব দর্শনের কথা।
First Published: Thursday, June 19, 2014, 21:17