বিশরপাড়া কাণ্ডের তদন্তভার হাতে নিল সিআইডি

বিশরপাড়া কাণ্ডের তদন্তভার হাতে নিল সিআইডি

বিশরপাড়া কাণ্ডের তদন্তভার হাতে নিল সিআইডিবিশরপাড়া কাণ্ডের তদন্তভার নিজেদের হাতে নিল সিআইডি। সোমবার বিকেলে সিআইডির একটি দল এয়ারপোর্ট থানায় গিয়ে তদন্তের কাগজপত্র সংগ্রহ করে। নিহত অসীম দামের বাড়িতেও যায় ৪ জনের সিআইডি দলটি। সেই সঙ্গে ঘটনায় ধৃত ৪ জনকেও নিজেদের হেফাজতে নিয়েছে সিআইডি।

দোলের দিন ভাগ্নিকে উত্যক্ত করার প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে প্রাণ দিতে হয়েছিল কলকাতা পুলিসের কনস্টেবল অসীম দামকে। এই ঘটনায় ৭ জনের নামে এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেছিল তাঁর পরিবার। এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিস। এদিকে রবিবারই এয়ারপোর্ট থানার আইসিকে সরিয়ে দেওয়া হয়েছে।

First Published: Tuesday, March 20, 2012, 09:20


comments powered by Disqus