নতুন কর্মসংস্থানের প্রার্থনা নিয়ে রাজ্য জুড়ে বিশ্বকর্মা পুজোর প্রস্তুতি

নতুন কর্মসংস্থানের প্রার্থনা নিয়ে রাজ্য জুড়ে বিশ্বকর্মা পুজোর প্রস্তুতি

নতুন কর্মসংস্থানের প্রার্থনা নিয়ে রাজ্য জুড়ে বিশ্বকর্মা পুজোর প্রস্তুতিদেশ জুড়ে অর্থনীতির বেহাল দশা। রাজ্যেও বিনিয়োগের অবস্থা আশাপ্রদ নয়। রাজ্যে শিল্পে আরও বিনিয়োগ হোক। তৈরি হোক নতুন কর্মসংস্থান। এই প্রার্থনা নিয়েই মঙ্গলবার বিশ্বকর্মা পুজোয়  মাতবেন সাধারণ মানুষ।

টাকার দাম যেমন কমছে তেমনই পাল্লা দিয়ে বাড়ছে জিনিসের দাম। বিশ্বকর্মা পুজোর নিয়মরক্ষার আয়োজন করতেই নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের।

রাজ্যে শিল্পে নতুন  বিনিয়োগ এলে পরিস্থিতির বদল হবে। এমনটাই আশা ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সকলের।

মঙ্গলবার কলকারখানাগুলি সেজে উঠবে বিশ্বকর্মাপুজোর উত্সবে। আকাশে উড়বে রংবেরঙের ঘুড়ি। এবছর যন্ত্রদেবতার পুজোয় সাধারণ মানুষের আকাঙ্খা একটাই, বিনিয়োগকারীরা ফিরে তাকাক রাজ্যের দিকে তৈরি হোক  নতুন কলকারখানা। কাজ জুটুক সাধারণ মানুষের।

First Published: Sunday, September 15, 2013, 19:35


comments powered by Disqus