Last Updated: December 8, 2013 15:34

তিন রাজ্যে ধরাশায়ী হলেও ছত্তিসগড়ে বিজেপির সঙ্গে টক্কর দিচ্ছে কংগ্রেস। এখনও পর্যন্ত পাওয়া খবরে কংগ্রেসের চেয়ে কয়েকটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। বিজেপির দাবি, মাওবাদী হামলায় দলীয় নেতা মৃত্যুর ঘটনায় সহানুভূতির ভোট পাচ্ছে কংগ্রেস। তার জোরেই এই খারাপ পরিস্থিতিতেও ছত্তিসগড়ে বিজেপিকে বেগ দিচ্ছে তারা।
গত মে মাসে ছত্তিসগড়ের বস্তার অঞ্চলে মাওবাদী হামলায় মহেন্দ্র কর্মা, নন্দকিশোর প্যাটেল সহ ছত্তিসগড় প্রদেশ কংগ্রেসের কয়েকজন নেতার মৃত্যু হয়। তার জেরে কার্যত নেতৃত্বহীন হয়ে পড়ে ছত্তিসগড় প্রদেশ কংগ্রেস। ছন্নছাড়া অবস্থাতেই চলে তাদের ভোটপ্রস্তুতি। ছত্তিসগড়ে মোদীর একাধিক প্রচার অভিযান কংগ্রেসের সমস্যা আরও বাড়িয়ে দিয়েছিল। তারপরেও দলের এমন ফলে স্বাভাবিক ভাবেই খুশি কংগ্রেস শিবির।
First Published: Sunday, December 8, 2013, 16:46