BJP has insulted LK Advani: Shiv Sena

বিজেপি আডবাণীকে ছোট করেছে: শিবসেনা

Tag:  Shiv sena BJP Advani
দলে টানাপোড়েন ছিলই। এবার সরাসরি আক্রমণ এল শরিকের কাছ থেকে। লালকৃষ্ণ আডবাণীর পাশে দাঁড়িয়ে বিজেপির অস্বস্তি বাড়াল শিবসেনা। বিজেপির লৌহপুরুষ কেন নিজের পছন্দমতো আসন থেকে লড়ার সুযোগ পাবেন না, দলীয় মুখপাত্র সামনায় এই প্রশ্ন তুলেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। সম্পাদকীয় প্রবন্ধে তিনি লিখেছেন, বিজেপিতে মোদী জমানা শুরু হয়েছে ঠিকই। কিন্তু তার মানে এই নয়, যে আডবাণীর গুরুত্ব কমে গিয়েছে।

আডবাণীর রাজনৈতিক জীবনে কোনও দাগ নেই বলেও সামনাতে উল্লেখ করেছেন উদ্ধব। আসন ঘোষণা নিয়ে বিজেপি বর্ষীয়ান রাজনীতিকের সঙ্গে অন্যায় আচরণ করেছে বলে দাবি করেছেন তিনি।

First Published: Saturday, March 22, 2014, 11:09


comments powered by Disqus