Last Updated: February 6, 2012 15:33

বর্ধমানে পথ দুর্ঘটনায় আহত হলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। ২ নম্বর জাতীয় সড়কে পাল্লা মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটেছ। শমীক ভট্টাচার্য বীরভূমের লাভপুরে একটি দলীয় সভায় যোগ দিতে যাচ্ছিলেন।
পাল্লা মোড়ের কাছে উলটো দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর টাটা সুমোয় ধাক্কা মারে। দুর্ঘটনায় শমীক ভট্টাচার্য ছাড়াও তাঁর গাড়ির চালক ও এক সঙ্গী আহত হয়েছেন। কাছের একটি নার্সিংহোমের আইসিইউতে ভর্তি আছেন বিজেপি নেতা।
First Published: Monday, February 6, 2012, 16:14