এফডিআই বিরোধে একমঞ্চে বাম-বিজেপি

এফডিআই ইস্যুতে একজোট বিরোধী শিবির

এফডিআই ইস্যুতে একজোট বিরোধী শিবিরএফডিআই ইস্যুতে কেন্দ্রকে চাপে ফেলতে ফের একজোট বিরোধী শিবির। মঙ্গলবার দিল্লিতে কৃষক, ছোট ব্যবসায়ী এবং হকারদের একটি সমাবেশে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ মুরলী মনোহর যোশী এবং সিপিআইএম সাংসদ বাসুদেব আচারিয়া। সমাবেশে এফডিআই নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন তাঁরা।

খুচরো ব্যবসায় বিদেশ লগ্নি চালু হলে তা কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে ক্ষতিকর হবে বলেই তাঁদের দাবি। এই ইস্যুতে সংসদের ভেতরে ও বাইরে সরব হবে বামেরা। সেক্ষেত্রে এফডিআই নিয়ে কেন্দ্রের ওপর চাপ বজায় রাখতে সংসদের ভেতর বাম ও বিজেপির যৌথ বিরোধিতায় সম্ভাবনাও উড়িয়ে দেননি বাসুদেব আচারিয়া। এফডিআইয়ের বিরুদ্ধে একজোট হয়ে আন্দোলনর কথা বলেছেন মুরলী মনোহর যোশী।






First Published: Wednesday, October 10, 2012, 11:43


comments powered by Disqus