Last Updated: May 21, 2013 11:42

ভারতীয় জনতা পার্টির সংসদীয় বোর্ড মিটিংয়ে যোগ দিতে আজ দিল্লিতে নরেন্দ্র মোদী। ২০১৪ লোকসভা নির্বাচনের বিজেপি মুখ এখন দলের সিদ্ধান্ত গ্রহণকারী পদের শীর্ষে। চলতি বছরের মার্চে ১২ জনের বর্ডে স্থান দেওয়া হয় গুজরাত মুখ্যমন্ত্রীকে।
সংসদীয় বোর্ড দলের যে কোনও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার সীদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে এই বোর্ডের। দলের অন্দরে মোদীকে নির্বাচনের মুখ করার পক্ষে রব উঠেছে দীর্ঘদিন ধরেই। যদিও বিজেপি শরিকদের মধ্যে জনতা দল(ইউ) মোদী মন্ত্রে মুগ্ধ নয়। মোদীকে এনডিএর প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হলে, তাঁরা যে সমর্থন দেবে না, তাও স্পষ্ট করে দিয়েছে জনতা দল নেতৃত্ব।
First Published: Tuesday, May 21, 2013, 11:42