ফের হিন্দুত্বেই ফিরছে বিজেপি, ইঙ্গিত অমিত শাহের কথায়

ফের হিন্দুত্বেই ফিরছে বিজেপি, ইঙ্গিত অমিত শাহের কথায়

ফের হিন্দুত্বেই ফিরছে বিজেপি, ইঙ্গিত অমিত শাহের কথায়দুহাজার চোদ্দর লোকসভা নির্বাচনে হিন্দুত্বকেই ইস্যু করতে চাইছে বিজেপি। আজ এমনই ইঙ্গিত মিলেছে নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহের গলায়। উত্তর প্রদেশে বিজেপির তরফে দায়িত্বে রয়েছেন অমিত শাহ। আজ অযোধ্যায় রামমন্দিরে গিয়ে পুজো দেন তিনি।

তারপরে বলেন, দেশে কংগ্রেস শাসনের অবসান চেয়ে প্রার্থনা করেছেন তিনি। অমিত শাহের মন্তব্য, রামমন্দিরের সঙ্গে কোটি কোটি হিন্দুর বিশ্বাস জড়িয়ে রয়েছে। দেশে কংগ্রেস শাসনের অবসান হলে,  রামমন্দির নির্মাণ হবে বলে দাবি করেছেন তিনি।

First Published: Saturday, July 6, 2013, 15:46


comments powered by Disqus