Last Updated: September 5, 2012 14:41

দেশের মসনদ ফিরে পেতে মরিয়া বিজেপি এবার পৃথক তেলেঙ্গানা রাজ্য গড়ার প্রতিশ্রুতি দিল। বিজেপি নেত্রী সুষমা স্বরাজ জানালেন কেন্দ্রে ক্ষমতা এলে তিনমাসের মধ্যে পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠন করা হবে। তেলেঙ্গানার বিজেপি কর্মীরা দিল্লির যন্তরমন্তরে ধর্নায় বসেন পৃথক রাজ্যের দাবিতে। লোকসভা মুলতুবি হয়ে যাওয়ার পর সুষমা সেই ধর্না মঞ্চে যান। সেখানেই ক্ষমতায় এলে তেলেঙ্গানা গড়ার প্রতিশ্রুতি দিলেন লোকসভার বিরোধী দলনেত্রী।
এই বিষয়ে ইউপিএ সরকারকে বিশ্বাস না করার কথা বলেন সুষমা। তিনি বলেন, " গতবার কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে তারা পৃথক তেলেঙ্গানা গড়বে। কিন্তু ওরা সেই প্রতিশ্রুতি রাখতে পারেনি। ওদের আর বিশ্বাস করবেন না।"
First Published: Wednesday, September 5, 2012, 14:41