Last Updated: February 19, 2014 23:37

মোদীর চায়ে পে চর্চার পর "নোট দাও ভোট দাও`-এর প্রচার গোটা দেশের সঙ্গে এ রাজ্যেও শুরু করল বিজেপি। চাঁদনি চকে ই-মলের সামনে দাঁড়িয়ে দিনভর টাকা তুললেন বিজেপির রাজ্য নেতারা। সঙ্গে বিজেপিকে ভোট দেওয়ার অনুরোধ।
বিজেপির ভোট-প্রচারের কৌশল হিসেবে গোটা দেশে বহু চর্চিত মোদীর চায় পে চর্চা। কোথাও আবার নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ। এবার ভোটের সঙ্গে টাকা চাইতে রাস্তায় নামলেন বিজেপি নেতারা। রাজ্য বিজেপি সভাপতি রাহুল সিনহা চাঁদনি চকে ই মলের সামনে দাঁড়িয়ে দলের হয়ে তহবিল সংগ্রহ করলেন।
সাধারণতঃ বিজেপিকে এভাবে টাকা তুলতে অতীতে কখনও দেখা যায়নি। কারণ বিজেপির অর্থের অভাব এমনটা শোনাও যায়নি কখনও। কেন পথে নেমে তহবিল সংগ্রহ? আসলে নোটের সঙ্গে ভোটের স্লোগানকে সামনে রেখে জনসংযোগ বাড়ানোর সুযোগকে হাতছাড়া করতে নারাজ বিজেপি নেতারা।
First Published: Wednesday, February 19, 2014, 23:37