BJP will win more than 272 seats in 2014 polls: Sushma Swaraj

লোকসভায় ২৭২টির বেশি আসনে জয়ের বিষয়ে নিশ্চিত সুষমা

২০১৪ সালের লোকসভা ভোটে ২৭২টিরও বেশি আসনে জয়ের বিষয়ে আশাবাদী ভারতীয় জনতা পার্টি নেত্রী সুষমা স্বরাজ। সম্প্রতি বিধানসভা নির্বাচনের মতই লোকসভাতেও কংগ্রেসের ব্যাপক হার হবে বলে মন্তব্য করেছেন লোকসভার বিরোধী দলনেত্রী।

দিল্লিতে বিজেপির জাতীয় উপেদেষ্টা মণ্ডলীর সমাবেশে বক্তব্য রাখছিলেনে সুষমা। তিনি বলেন, "বিভানসভা ভোটে কংগ্রেস শুধু পরাজিতই হয়নি ভেঙে পড়েছে। ২০১৪-র লোকসভা ভোটে আমরা ২৭২টিরও বেশি আসনে জিতব।"

কংগ্রেসের প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম না ঘোষণা করার জন্য তিনি সভানেত্রী সোনিয়া গান্ধীরও সমালোচনা করেন। তাঁর কথায়, "কংগ্রেস সভানেত্রী বলেছেন, প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করার ঐতিহ্য তাঁদের দলের নয়। এ কেমন দল, যার সমর্থকরা দলের ঐতিহ্য সম্পর্কে জানেন না!" কংগ্রেস প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করতে ভয় পাচ্ছে বলেও কটাক্ষ করেন স্বরাজ।

খাদ্য নিরাপত্তা বিল পাশ করার পর দ্বিতীয় ইউপিএ সরকারের `ঢাক` পেটাচ্ছেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। এদিন সুষমার গলায় সমালোচনা ছিল রাহুলের বিরুদ্ধে। "সত্যিটা হল, (লোকসভা বিল পাশ করাতে) আমরা রাত ১০টা পর্যন্ত বৈঠক করি।" শাসক-বিরধী দু`দলের সমর্থনেই খাদ্য নিরাপত্তা বিল পাস হয়েছে বলে দাবি করেন সুষমা।


First Published: Sunday, January 19, 2014, 16:01


comments powered by Disqus