Last Updated: April 11, 2012 10:12

দিল্লিতে এক বিজেপি কর্মীর খুনের ঘটনায় নাম জড়ালো দলেরই এক কাউন্সিলরের। নিহত বিজেপি কর্মীর নাম জয় কিষাণ। মঙ্গলবার রাতে দিল্লির মডেল টাউনে তাঁকে ছুরি দিয়ে হত্যা করা হয়। পুলিস জানিয়েছে, উত্তর-পশ্চিম দিল্লির সঙ্গম পার্ক এলাকার কাউন্সিলর মাধবপ্রসাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন জয় কিষাণ। এরপরই এই খুনের ঘটনা ঘটে। অভিযুক্ত কাউন্সিলরকে আটক করেছে পুলিস। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
First Published: Wednesday, April 11, 2012, 10:12