Black money: SIT asks agencies to share data on ongoing cases

কালো টাকা উদ্ধারে সমস্ত নথি জমা দেওয়ার নির্দেশ সিটের

কালো টাকা উদ্ধারে সমস্ত নথি জমা দেওয়ার নির্দেশ সিটেরপ্রধানমন্ত্রীর পদে বসার প্রথম দিনই নরেন্দ্র মোদী কথা দিয়েছিলেন কালো টাকা উদ্ধারে তত্পর হবে সরকার। স্পেশাল অনুসন্ধানকারী দল সিট তদন্তের প্রথমেই তলব করল বিভিন্ন সংস্থাকে। এর আগে কালো টাকা উদ্ধারে বিভিন্ন দুর্নীতিগ্রস্ত কোম্পানির বিরুদ্ধে নথিপত্র জমা দেওয়ার আবেদন জানাল সিট।

সূত্রের খবর, সিটের দায়িত্বে থাকা অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি এম বি সাহ নির্দেশ দিয়েছেন ১১ টি ডিপার্টমেন্টকে যত তাড়াতাড়ি সম্ভব তদন্তের সব নথি জমা দেওয়ার। এই দপ্তরগুলি হল রাজস্ব বিভাগ, রিজার্ভ ব্যাঙ্ক, ইনটেলিজেন্স ব্যুরো, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সিবিআই, আয়কর বিভাগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর, ডিরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্স, আর্থিক গোয়েন্দা ইউনিট, পররাষ্ট্র কর বিভাগ এবং রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। বেনামী সম্পত্তি, বিভিন্ন উপায়ে কর ফাঁকি, বিদেশে জমানো বেআইনি টাকা দ্রুত বাজেয়াপ্ত করার জন্য সমস্ত নথিপত্র তদন্ত করবে সিট। অবশ্য সব দপ্তর থেকে জানানো হয়েছে এক মাসের মধ্যেই সিটের কাছে জমা পড়বে কালো টাকার দলিল।

First Published: Sunday, June 29, 2014, 18:18


comments powered by Disqus