Last Updated: January 22, 2012 20:29

ফের বিস্ফোরণে কেঁপে উঠল মণিপুরের রাজধানী ইম্ফল। রবিবার সন্ধ্যা সওয়া ছটা নাগাদ মণিপুর বিধানসভার স্পিকার তথা আসন্ন নির্বাচনে কংগ্রেস প্রার্থী আই হেমোচন্দ্রা সিংয়ের বাড়ির সামনে একটি বিস্ফোরণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩ জন। ইম্ফল শহরের বাইরের দিকে এই ঘটনায় আই ই ডি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পিছনে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর হাত আছে বলে মনে করা হচ্ছে। এই নিয়ে গত দুসপ্তাহে শহরে ৩টি বিস্ফোরণ ঘটাল জঙ্গিরা। রাজ্যে আসন্ন নির্বাচনের আগে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতেই একের পর এক বিস্ফোরণ ঘটানো হচ্ছে বলে বিশেষজ্ঞদের ধারনা।
First Published: Sunday, January 22, 2012, 20:29