Last Updated: February 27, 2012 11:52

ফের বড়সড় আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান। বিস্ফোরণে এখনও পর্যন্ত কমপক্ষে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত ৬। সোমবার সকালে পূর্ব আফগানিস্তানের জালালাবাদ বিমানবন্দরের গেটের কাছে একটি গাড়িতে আত্মঘাতী বিস্ফোরণ হয়।
নাঙ্গারহার প্রদেশ পুলিসের মুখপাত্র হজরত মহম্মদ জানিয়েছেন, বিস্ফোরকটিকে সক্রিয় করেই গাড়িটিকে নিয়ে বিমানবন্দরের গেটের সামনে চলে যায় আততায়ী। এবং কয়েক সেকেন্ডের মধ্যেই শক্তিশালী বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের। এর মধ্যে ৬ জন সাধারণ নাগরিক, ২ জন বিমানবন্দরের নিরাপত্তারক্ষী ও একজন সেনা রয়েছেন বলেও জানান মহম্মদ।
প্রত্যক্ষদর্শীদের মতে, তীব্র বিস্ফোরণে ৪টি গাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। তালিবানদের তরফে বিস্ফোরণের দায় স্বীকার করে সংগঠনের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ জানিয়েছেন, ইসলাম ধর্মগ্রন্থ `কোরান` পোড়ানোর প্রতিশোধে আন্তর্জাতিক সেনাকে শিক্ষা দিতেই এই বিস্ফোরণ ঘটানো হল। যদিও ন্যাটো বাহিনীর মুখপাত্র ক্যাপটেন জাস্টিন ব্রোকহফের দাবি, বিস্ফোরণে কোনও ন্যাটো সেনার মৃত্যু হয়নি।
প্রসঙ্গত, গত মঙ্গলবার কাবুলে ন্যাটোর বাগ্রাম বিমানঘাঁটিতে মার্কিন ফৌজের `কোরান` পোড়ানোর ঘটনার পর থেকেই বিক্ষোভ শুরু হয় আফগানিস্তানে। ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ক্ষমা প্রার্থনার পরেও সে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলতে থাকে। এই ঘটনার প্রতিশোধ নেওয়া হবে বলে ইতিমধ্যেই হুমকি দেয় তালিবান। তবে এদিনের বিস্ফোরণ তালিবানরাই ঘটিয়েছে কি না, তার তদন্ত করেছে পুলিস।
First Published: Monday, February 27, 2012, 11:52